1. admin@dailyjessorerkontho.com : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন

সপ্তপল্লী ভৈরবী তীর্থ মহাশ্মশানে ১৬ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু

দৈনিক যশোরের কণ্ঠ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৬ বার পঠিত

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোরঃ কেশবপুরের সীমান্তবর্তী এলাকা ডুমুরিয়য়া উপজেলার বৃহত্তর নৱনিয়া কালীবাড়ি (অলিপুর) সপ্তপল্লী ভৈরবী তীর্থ মহাশ্মশানের সার্বজনীন ভক্তবৃন্দের উদ্যোগে ২৩ তম ১৬ প্রহরব্যাপী অখন্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞের আয়োজন করা হয়েছে।৪ দিন ব্যাপী যজ্ঞানুষ্ঠানের প্রথম দিন আজ শুক্রবার (১৫ নভেম্বর-২৪) বিকেলে ধর্মীয় গান ও ভজন কীর্তন, ধর্মীয় আলোচনা। সন্ধ্যায় মহানামযজ্ঞ অনুষ্ঠানের শুভ উদ্বোধন, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও ভাগবত আলোচনা। রাতে ভাগবত আলোচনা, অধিবাস কীৰ্ত্তন ও রাত ১২টায় শ্রীশ্রী কালী পূজা, পূজারীঃ শ্রী দেবাশীষ চক্রবর্তী।১৬ ও ১৭ নভেম্বর শণিবার ও রবিবার ১৬ প্রহরব্যাপী অখন্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীৰ্ত্তন। ১৮ নভেম্বর সোমবার মহানাম সমাপনান্তে কুঞ্জভঙ্গ, নগরভ্রমণ ও শান্তি আশীর্বাদ, দুপুরে মহাপ্রভুর ভোগ আরাধনা ও মহাপ্রসাদ বিতরণ।ভাগবত আলোচক থাকবেন, শ্রীমৎ আচাৰ্য্য মাধব গাঙ্গুলী, অধিবাস কীর্ত্তন ও সেবাইতঃ শ্রী রাধা মদন গোপাল সম্প্রদায়, নাংলা আশ্রম, তালা, সাতক্ষীরা।

নামামৃত পরিবেশনায় থাকবেনঃ শ্রীশ্রী নিত্যানন্দ সম্প্রদায় মাষ্টার-প্রিয়নাথ সরকার, খুলনা। শ্রীশ্রী কানু গোপাল সম্প্রদায় মাষ্টার-বাবু বিমল কৃষ্ণ ঘরামী, পটুয়াখালী। শ্রীশ্রী গোকুল কৃষ্ণ সম্প্রদায় মাষ্টার-বাবু গৌতম মণ্ডল, গোপালগঞ্জ। শ্রীশ্রী জয়গুরু সনাতন সম্প্রদায় মাষ্টার-বাবু সুকলব বিশ্বাস, ফরিদপুর। শ্রীশ্রী শ্যাম সুন্দর সম্প্রদায় মাষ্টার-দেবাশীষ বিশ্বাস, সাতক্ষীরা। শ্রীশ্রী সচিনন্দ সম্প্রদায় মাষ্টার-বাবু সুমন চক্রবর্তী, কুষ্টিয়া। শ্রীশ্রী রাধামদন গোপাল সম্প্রদায় মাষ্টার-বাবু শ্রীমৎ আর্চায্য মাধব গাঙ্গুলী, তালা নাংলা। ভক্তদের দান সাদরে গৃহীত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর