1. admin@dailyjessorerkontho.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৫ পূর্বাহ্ন

সৌদির আরবের সাথে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জে কয়েকটি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন

দৈনিক যশোরের কণ্ঠ
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ১৩ বার পঠিত

 

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
সৌদি আরবসহ আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর ও শিবগঞ্জ উপজেলায় বেশ কয়েকটি গ্রামে আজ রবিবার (১৬ জুন) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।
রবিবার সকাল ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর ছিয়াত্তরবিঘি গ্রামে একটি আম বাগানে পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মাওলানা মোজাম্মেল হক।
এ ছাড়া সকাল সাড়ে ৮ টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের মোমিন টোলা গ্রামস্থ কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন আম বাগানে আরেকটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ঈমামতি করেন মাওলানা মো: আবুল কালাম আজাদ।

নামাজ শেষে মুসলিম উম্মাহ, দেশ ও জাতির সুখ ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর