1. admin@dailyjessorerkontho.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৫ পূর্বাহ্ন

হাতে হাতকড়া নিয়ে মৃত মাকে দাফন করলো ছেলে

দৈনিক যশোরের কণ্ঠ
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৬ বার পঠিত

সাব্বির আলিম,চুয়াডাঙ্গা দর্শনা প্রতিনিধি: হাতে হাত কড়া নিয়ে মায়ের লাশ কাঁধে, দাফনে যাচ্ছেন ছেলে এমন করুন একটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা নিয়ে এখনো চলছে আলোচনা-সমালোচনা। ছবিটি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেনের। তিনি চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সহ-সভাপতি।,,জানা গেছে, গত ১৪ নভেম্বর নাশকতা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন চুয়াডাঙ্গা পৌর শহরের কেদারগঞ্জ এলাকার বাসিন্দা ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন। এর মধ্যে গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) তার মা আলেয়া খাতুন মৃত্যুবরণ করেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মায়ের দাফন এবং জানাজায় অংশ নিতে ওইদিন দুপুর ২টা থেকে সন্ধা ৫টা পর্যন্ত ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান তিনি। এসময় পুলিশ প্রহরায় তাকে দাফন কাজে অংশ নিতে দেখা যায় তবে হাতে পরানো ছিল হাতকড়া, উপস্থিত অনেকেই চোখে জল নিয়ে বলেন এমন করুন ভাবে কোন সন্তানকে যেনো তার মায়ের লাশ কবরে শায়িত করতে না হয়।এ ব্যাপারে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল ইসলাম বলেন, পরিবেশ পরিস্থিতি এবং আসামির ধরন হিসেবে পুলিশ এমন উদ্যোগ গ্রহণ করে। এ ক্ষেত্রেও আইনি নীতি অনুসরণ করা হয়েছে। একইভাবে অনেক সময় আসামির নিরাপত্তার স্বার্থে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরানো হয়। অমানবিক হলেও মূলত আসামির ধরন বুঝে এমন ব্যবস্থা নেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর