1. admin@dailyjessorerkontho.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০০ পূর্বাহ্ন

সুবর্ণচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দৈনিক যশোরের কণ্ঠ
  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৯ বার পঠিত

আহসান হাবীব,স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর সুবর্ণচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণজমায়েত ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে চরবাটা রাস্তার মাথা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি খাসের হাট গিয়ে শেষ হয়।

পরে সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুলের সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি এবিএম জাকারিয়া’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি, ছাত্রদল, যুলদল, কৃষকদল, শ্রমিকদল স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বাংলাদেশের রাজনীতিতে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল, যা দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পালটে দিয়ে দেশ ও জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করেছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরবর্তী সেনা অভ্যুত্থান ও পালটা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যখন চরম নৈরাজ্যজনক পরিস্থিতি বিরাজ করছিল, তখন সিপাহি-জনতার মিলিত ঐক্যের বিপ্লব দেশ ও জাতিকে অনাকাঙ্ক্ষিত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিল। অভূতপূর্ব সেই বিপ্লব-অভ্যুত্থানের মধ্য দিয়ে সাময়িক বন্দিদশা থেকে মুক্ত হন স্বাধীনতার ঘোষক তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। বিএনপিসহ সমমনা দলগুলো ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসাবে পালন করে আসছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর