1. admin@dailyjessorerkontho.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২৯ পূর্বাহ্ন

চাটখিলে সাজাপ্রাপ্ত আসামী সহ সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার উদ্ধার গ্রেফতার -৬

দৈনিক যশোরের কণ্ঠ
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৪ বার পঠিত

মোজাম্মেল হক, (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী চাটখিল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সোমবার রাতে ডাকাতি, সাজাপ্রাপ্ত আসামী সহ বিভিন্ন মামলায় ৬ জনকে গ্রেফতার করেছে। এ সময় পুলিশ ডাকাতি হওয়া প্রায় সাড়ে ৪ভরি স্বর্ণালংকার উদ্ধার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ ও লুণ্ঠিত একটি মিনি পিকাপ উদ্ধার করেছে। গ্রেফতার কৃতরা হচ্ছে, উপজেলার রামনারায়নপুর চুনী ব্যাপারী বাড়ির মো শাহ আলমের ছেলে মো সাগর (২২), শ্রীপুর পাইকের বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে রিয়াদ হোসেন বাবু (৩১) লামচর সর্দার বাড়ির মৃত নুরুল্লাহ সর্দারের ছেলে মো. খোরশেদ আলম, বারইপাড়ার নুরুল ইসলামের ছেলে মো. লিটন, ছয়ানী টবগা মনছুর মেম্বারের বাড়ির ইদ্রিস মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪০), পূর্ব নোয়াখলা মফিজ ব্যপারী বাড়ির মৃত আনোয়ার হোসেনের ছেলে মনির হোসেন (৩৮)। চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী জানান, মঙ্গলবার দুপুরে গ্রেফতার কৃতদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর