1. admin@dailyjessorerkontho.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন

সপ্তপল্লী মহাশ্মশান পরিদর্শন করলেন বিএনপির নির্বাহী কমিটির অমলেন্দু দাস (অপু)

দৈনিক যশোরের কণ্ঠ
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১২ বার পঠিত

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোরঃ কেশবপুরের সীমান্তবর্তী গ্রাম বৃহত্তর নৱনিয়া কালীবাড়ি (অলিপুর) সপ্তপল্লী ভৈরবী তীর্থ মহাশ্মশানের সার্বজনীন ভক্তবৃন্দের উদ্যোগে ২৩ তম ১৬ প্রহরব্যাপী অখন্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞের আয়োজন পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস (অপু)।এসময় তার সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ  হিন্দু ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটের পুরোহিত প্রণতি রানী দাস।।
শনিবার (১৬ নভেম্বর-২৪) রাত সাড়ে ৮ টায় ভৈরবী তীর্থ মহাশ্মশানে পৌঁছালে দুজনকে ফুলেল শুভেচ্ছা জানান, কালীবাড়ি (অলিপুর) সপ্তপল্লী ভৈরবী তীর্থ মহাশ্মশানর মহানামযজ্ঞ কমিটির সভাপতি ভানু মিত্র, সাধারণ সম্পাদক জয়দেব মন্ডল, চুকনগর মাতৃ মঙ্গলা তির্থ কমপ্লেক্স ও কেন্দ্রীয় সার্বজনীন দুর্গামন্দিরের সভাপতি রমেন রায়।
এসময় উপস্থিত ছিলেন, জয়দেব আঢ্য, ইন্দ্রজিৎ দেব, ডুমুরিয়া প্রেস ক্লাব সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাংবাদিক সুব্রত ফৌজদার, জাহাঙ্গীর আলম মুকুল, আব্দুর রশিদ, আক্তারুজ্জামান লিটনসহ নামযজ্ঞ কমিটির অনান্য নেতৃবৃন্দ।
পরিদর্শন কালে অমলেন্দু দাস (অপু) বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির মহামিলন মেলা নামযজ্ঞ অনুষ্ঠানে এসে আমি অভিভূত হয়েছি। ডুমুরিয়া উপজেলার সর্ববৃহৎ এই অনুষ্ঠানটি সার্বজনীন। আমি সকলের কাছে অনুরোধ করবো, আপনারা এই অনুষ্ঠানকে সফল করতে সকল মতামতের উর্দ্ধে উঠে সহযোগীতা করবেন। বৃহত্তর নৱনিয়া কালীবাড়ি (অলিপুর) সপ্তপল্লী ভৈরবী তীর্থ মহাশ্মশানের ৪ দিন ব্যাপী ২৩ তম ১৬ প্রহরব্যাপী অখন্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ ১৮ নভেম্বর সোমবার মহানাম সমাপনান্তে কুঞ্জভঙ্গ, নগর ভ্রমণের মধ্য দিয়ে সমাপ্ত হবে। ভক্তদের দান সাদরে গৃহীত হবে। বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্তবৃন্দ নামযজ্ঞানুষ্ঠানে সমাগম ঘটছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর