আল আমিন হাসান,স্টাফ রিপোর্টারঃ জামালপুর সরিষাবাড়ীতে বন্ধ পাটকল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা।রোববার (২৪ নভেম্বর) সকালে পৌরসভার মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন দিগপাইত তারাকান্দি সড়কে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আলহাজ্ব জুটমিল শাখার উদ্যোগে তারা এ কর্মসূচি পালন করেন।এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, উপজেলা বিএনপির আহবায়ক আজিম উদ্দিন আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান আদম, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম তালুকদার, আলহাজ্ব জুটমিল শ্রমিক দলের সভাপতি বাবর আলী, সাধারণ সম্পাদক কামরুল হাসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক দুলাল মিয়া সহ আরো অনেকেই।মানববন্ধনে বক্তরা বলেন, ১৯৬৭ সালে পৌরসভার মাইজবাড়ী এলাকায় স্থাপিত হয় আলহাজ জুটমিল। এখানে পাটের তৈরি বস্তা, ব্যাগ, ও কার্পেটের সুতা তৈরি হতো। কারখানায় প্রায় ৪ হাজারের বেশি নারী-পুরুষ শ্রমিক কর্মরত ছিল। এতে দৈনিক প্রায় ১৫ মেট্রিক টন পণ্য উৎপাদন হতো । হঠাৎ ২০১৮ সালের ২০ জুলাই প্রায় ৮০ কোটি টাকা লোকসান ও ১৫ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে শ্রমিকদের পাওনা পরিশোধ না করেই পূর্ব ঘোষণা ছাড়াই কারখানাটি বন্ধ ঘোষণা করে দেন কর্তৃপক্ষ । এতে করে কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে পড়েন কারখানার শ্রমিকরা । দীর্ঘদিনের বেকারত্ব ও অসহায়ত্ব মানবেত জীবন যাপন থেকে পরিত্রাণের আশায় অসহায় শ্রমিকেরা পুনরায় বন্ধ মিলগুলো চালুর দাবি জানান তারা । তারা এও বলেন যদি বন্ধ মিলগুলো খুলে দেয়া না হয় । তাহলে এ আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং আরো কঠিন কর্মসূচি দিবেন বলে মানববন্ধনে ঘোষণা দেন তারা ।