1. admin@dailyjessorerkontho.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২০ অপরাহ্ন

কালনা আমিনিয়া কামিল মাদ্রাসার কামিল হাদিস বিভাগের ১ম সবক ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

দৈনিক যশোরের কণ্ঠ
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৬ বার পঠিত

আতাউর রহমান তুহিন, স্টাফ রিপোর্টারঃ পাক ভারত উপমহাদেশের ওলিকুল শিরোমণি আল্লামা রুহুল আমিন (রহঃ) এর পুণ্যস্মৃতি বিজড়িত কালনা আমিনিয়া কামিল ( এম এ) মাদ্রাসায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা কর্তৃক অনুমোদিত কামিল (স্নাতকোত্তর) হাদিস বিভাগে ১ম সবক ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।ইং ২৪ নভেম্বর রবিবার সকাল ১১ঘটিকায় কালনা আমিনিয়া কামিল মাদ্রাসার হলরুমে একটি জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে কালনা আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইউনুস আলীর সভাপতিত্বে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। নেছারিয়া কামিল মাদরাসা খুলনার উপাধ্যক্ষ হযরত মাওলানা ডি এম নুরুল ইসলাম, কয়রা উপজেলা যুবদল সভাপতি মোঃ শরিফুল ইসলাম, মহেশ্বরীপুর বিএনপি আহবায়ক জিএম রফিকুল ইসলাম,হাফেজ নুর মোহাম্মদ, ছাত্র প্রতিনিধি গোলাম রব্বানী প্রমূখ।এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা মিজানুর রহমান, মাওলানা আব্দুল গনি, মাওলানা আইয়ুব আলী, মাওলানা হাবিবুল্লাহ বাহার, মাওলানা আবু তাহের, সহকারী শিক্ষক মোঃ ইব্রাহিম খলিল, মোঃ আবুল কালাম, মোঃ নুরুল ইসলাম, সাবেক ইসলামী ছাত্রশিবির জেলা অফিস সম্পাদক মোঃ মেহেদী হাসান রাসেল, ইসলামী ছাত্রশিবির সভাপতি মোঃ সামিউল ইসলাম প্রমুখ।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর