পরেশ দেবনাথ,বিশেষ প্রতিনিধিঃ খুলনায় প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশকের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন খুলনা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নব নির্বাচিত নেতৃবৃন্দ।শুক্রবার (৬ ডিসেম্বর-২৪) সন্ধ্যায় খুলনা প্রতিদিন’র সম্পাদক ও প্রকাশক সোহাগ দেওয়ান-এর সাথে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ এ শুভেচ্ছা বিনিময় করেন।এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার নব নির্বাচিত সভাপতি এম এ হাসান, সাধারণ সম্পাদক রবিউল গাজী উজ্জল, যুগ্ম সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ মানজারুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য বাপ্পী খান। এছাড়া খুলনা প্রতিদিন’র নিজস্ব প্রতিবেদক মাসুদ রানা, আল মুহাইমিন, মার্কেটিং ম্যানেজার আল আমিন দেওয়ানসহ পত্রিকার অন্যান্য সংবাদকর্মিরা উপস্থিত ছিলেন।