1. admin@dailyjessorerkontho.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১২ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে মহান বিজয় দিবস উদযাপন

দৈনিক যশোরের কণ্ঠ
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৫ বার পঠিত

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে মহান বিজয় দিবস উৎসবমুখর পরিবেশে ও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। সোমবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ও শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতিতে দিনটির কার্যক্রম শুরু হয়। কর্মসূচির মধ্যে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিক্ষক বনাম শিক্ষার্থী প্রীতি ব্যাডমিন্টন খেলা, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য হাড়িভাঙা প্রতিযোগিতা, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য পিলো পাসিং এবং শিক্ষার্থীদের জন্য ঝুড়িতে বল নিক্ষেপ।তাছাড়া এ দিবস উপলক্ষে প্রবন্ধ রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান প্রতিযোগিতা এবং কুইজের আয়োজন করা হয়। সকল প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের দ্বারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর