1. admin@dailyjessorerkontho.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৭ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গা দর্শনায় কেরু এ্যান্ড কোম্পানির আখ মাড়াই মৌসুমের শুভ উদ্ভোধন

দৈনিক যশোরের কণ্ঠ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৫ বার পঠিত

সাব্বির আলিম,চুয়াডাঙ্গা দর্শনা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা জেলার দর্শনাস্থ কেরু এ্যান্ড কোম্পানিতে ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে ২০২৪-২৫ সালের (৮৭তম) আখ মাড়াই মরসুমে শুরু করা হয়েছে।শুক্রবার দুপুরের পর থেকেই বিভিন্ন আনুষ্ঠানিকতার শেষে বিকাল ৪ টায় দর্শনাস্থ কেরু এ্যান্ড কোম্পানির ২০২৪-২০২৫ চলতি মৌসুমের জন্য ডোঙ্গাতে আখ নিক্ষেপের মাধ্যমে আখ মাড়াই কার্যক্রম শুর করা হয় যা পরবর্তীতে চিনি উৎপাদন শুরু করবে।অনুষ্ঠানে এর আগে কেইন কেরিয়ার প্রাঙ্গণে চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাব্বিক হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়জন করা হয়।যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) ড. লিপিকা ভদ্র,পুলিশ সুপার চুয়াডাঙ্গ,স্থানীয় আখ চাষি সাংবাদিক ও দর্শনার বিভিন্ন সুধিজন,এবার বালাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন কর্তৃক ২০২৪-২৫এর আখ মাড়াই মরসুমের লক্ষমাত্রা নির্ধারণ করে দিয়েছে। করপোরেশনের লক্ষমাত্রা অনুযায়ি এ মরসুমে নির্ধারন ছিলো ৫ হাজার ১শ একর জমিতে আখচাষ । যার মধ্যে কৃষকের জমির পরিমান ৩ হাজার ৪৫৫ ও কেরুজ নিজস্ব জমিতে রয়েছে ১ হাজার ৬৪৫ একর আখ। ফলে ৬৫ মাড়াই দিবসে ৭০ হাজার মেট্রিকটন আখ মাড়াই করতে হবে। যার গড় মাড়াই হার ১ হাজার ১৫০ মেট্রিকটন। চিনি আহরণের গড় হার নির্ধারিন করা হয়েছে ৬ দশমিক শূন্য শতাংশ। চিনি উৎপাদনের লক্ষমাত্রা রয়েছে ৪ হাজার ২শ মেট্রিকটন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর