ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন২১মে মঙ্গলবার ২য় ধাপ সম্পন্ন হয়েছে।নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক, বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম (আনারস প্রতীক) নিয়ে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৪০ হাজার ৬৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা (ঘোড়া প্রতীকে) পেয়েছেন ১৮ হাজার ৪৪৩ ভোট, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী (দোয়াত কলম প্রতীক) পেয়েছেন ৪হাজার ১৩৯ ভোট ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক রেজাউল হোসেন (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ১হাজার ৯১ ভোট । অপরদিকে, ভাইস চেয়ারম্যান পদে ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৈয়দ ইমরান রশীদ ৪১ হাজার ১৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুজ্জামান মিন্টু (তালা প্রতীকে) পেয়েছেন ১৭ হাজার ৭৯৫ ভোট ও ইদ্রিস আলী (টিউবঅয়েল প্রতীক) পেয়েছেন ৫ হাজার ৪৩৫ ভোট। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন সুলতানা (কলস প্রতীকে) ২৪ হাজার ২৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আমেনা খাতুন (হাঁস প্রতীকে) ১৬ হাজার ৪৪৪ ভোট, সাহানা আক্তার (ফুটবল প্রতীকে) পেয়েছেন ১৪ হজার ৫ ভোট ও আছিয়া বেগম (পদ্মফুল প্রতীকে) পেয়েছেন ৮ হাজার ৬৮২ ভোট। মঙ্গলবার রাত ১০টায় সহকারী রিটানিং অফিসার ও ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল এই ফলাফল ঘোষনা করেন।