1. admin@dailyjessorerkontho.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৩ অপরাহ্ন

কেশবপুরের বেতীখোলা গ্রামে এক রাতে ট্রান্সফরমার চুরি।

দৈনিক যশোরের কণ্ঠ
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৪ বার পঠিত

কেশবপুর প্রতিনিধি

কেশবপুরের বেতীখোলা গ্রামের বিপুল এর ঘেরে রাতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। শনিবার উপজেলার বেতীখোলা গ্রামের বিপুলের ঘেরে পাশে চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, চুরি সংঘটিত হওয়ার সময়ই বৈদ্যুতিক লোডশেডিং ছিলো। ফলে চোরেরা সেই সুযোগ কাজে লাগায়।
শনিবার সকাল ১০টায় ঘটনাস্থল ঘুরে জানা গেছে, বৈদ্যুতিক পুল থেকে এক রাতেই ৫ কেবি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। এতে স্থানীয় ওসমান , বিপুল, নূর আলী সরদার তাদের ঘেরে সেচ দেওয়া নিয়ে দুঃচিন্তায় পড়েছেন।
ঘের ব্যাবসায়ি বিপুল বলেন আমি গতকাল সন্ধায় ঘেরে লাইট জ্বালিয়ে বাসার দিকে গেছিলাম আমার বাসা থেকে আসতে একটু দেরি হওয়ায় এসে দেখি লাইট অফ সবদিকে লাইট জ্বলছে আমি মনে করলাম হয়তো ট্রান্সফরমার এর কাটআউট পড়ে যেতে পারে এর জন্য আমি সেই রাতে পল্লী বিদ্যুৎ সাব স্টেশন অফিসে ফোন দিই তারা লোক পাঠিয়ে দিলে এসে দেখে ট্রান্সফরমার এর ভিতর থেকে সব মাল বের করে নিয়ে গেছে।
পাজিয়া সাব স্টেশনের ইনচার্জ ইসরাফিল বলেন, চুরির খবর পেয়েছেন এ বিষয়ে ব্যবস্থা নেবেন এবং চুরি ঠেকাতে গ্রামে গ্রামে পাহারা বসানোর কথা বলেছেন যাতে করে আর কোন ট্রান্সফরমার চুরি না হয়।
ভুক্তভোগী ঘের ব্যবসায়ী এখনো থানায় কোনো অভিযোগ করেনি আগামীকাল থানায় একটা লিখিত অভিযোগ করবে বলে জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর