1. admin@dailyjessorerkontho.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন

কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষনা

দৈনিক যশোরের কণ্ঠ
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৬ বার পঠিত

 

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর

কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষনা করা হয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরে উন্মুক্ত বাজেট ঘোষণা সভায় ১ কোটি ৯৪ লাখ ৮৪ হাজার ৫১২ টাকা আয়, ১ কোটি ৯৪ লাখ ৪৪ হাজার ৫১২ টাকা ব্যয় এবং ৪০ হাজার টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।
রোববার (২৬ মে-২৪) দুপুরে উপজেলার ৫নং মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যানের সভাপতিত্বে এবং সচিব সজল মজুমদারের সঞ্চালনায় উন্মুক্ত বাজেট ঘোষণা করেন, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস।
উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, পাঁচারই টি,এস মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোনতাজ উদ্দীন, বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠ-এর শিক্ষক মোস্তফা কামাল লিটন, প্যানেল চেয়ারম্যান-১ মোসলেম উদ্দীন সরদার, প্যানেল চেয়ারম্যান-২ শেখ আব্দুল বারি, ইউপি সদস্য জহির রায়হান, কামরুল ইসলাম।
বাজেট ঘোষনা সভায় উপস্থিত ছিলেন, কেদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম শাহিনুর রহমান, আঃ সাত্তার সরদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইউছুপ আলী, রেলওয়ে কর্মচারী রবিউল ইসলাম, মুত্তাহিরুল হক, মনিরুজ্জামান বাচ্চু, মেহেদী হাসান, মোসলেম উদ্দীন গোলদার, আব্দুল গফুর, মহিলা ইউপি সদস্য মমতাজ বেগম, আমেনা বেগম, নাসরিন পারভীন-সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেষার মানুষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর