1. admin@dailyjessorerkontho.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৬ পূর্বাহ্ন

জীবনের শেষ দিন পর্যন্ত জনগণের সেবা করে যেতে চাই- ইকবাল হোসেন

দৈনিক যশোরের কণ্ঠ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৯ বার পঠিত

 

আলী আজীম, মোংলা (বাগেরহাট):

মোংলার মানুষের কাছে থেকে আমি মানুষকে সহযোগিতা করতে চাই। কারন আমি এই এলাকার সন্তান তাই এই এলাকার মানুষের সুখ-দুঃখ নিজের করে ভাগাভাগি করে নিতে চাই। আমি ভাইস-চেয়ারম্যান থাকার সময় মসজিদ-মাদরাসার উন্নয়নে অনেক কাজ করেছি। মোংলা উন্নয়নের জন্যে অনেক অসমাপ্ত কাজ রয়েছে। এ কাজ করার সুযোগ চাই।

আমি জনগণের সেবক। জনগণের জন্য কাজ করতে এসেছি। যতক্ষণ জীবন আছে জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করে যাব। জনগণ কতটুকু পেল সেটাই আমার বিবেচ্য। জীবনের শেষ দিন পর্যন্ত জনগণের সেবা করে যেতে চাই।

শুক্রবার (৭ জুন) বিকালে পৌর মার্কেটের সামনে তৃতীয় ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে নির্বাচনি প্রচারণা শেষে পথসভায় চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, বর্তমান সরকারের অনেক উন্নয়ন হয়েছে এবং অনেক বরাদ্দ আছে যার সুষম বন্টনের জন্য সঠিক নেতৃত্বের প্রয়োজন।
আমার ব্যক্তিগত ভাবে এখন একটাই চাওয়া, মানুষের জন্য কিছু করা, মৃত্যুর পর মানুষের মাঝে কর্ম দিয়ে বেঁচে থাকা। সেই চিন্তা চেতনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন সহ মানুষের কল্যাণে কাজ করতে চাই। তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের সকলের দোয়া আশির্বাদ কমনা করছি।

এসময় পৌর কাউন্সিলর ও পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক মজনু গাজী, কাউন্সিলর শরিফুল ইসলাম, জি এম আল আমিন, পৌর যুবলীগের সভাপতি কবির হোসেন, বাগেরহাট জেলা পরিষদের সদস্য আ: জলিল শিকদার সহ আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে পৌর মার্কেটের সামনে থেকে বিশাল মিছিল বের হয়ে আবারো পৌর মার্কেটের সামনে ফিরে আসে। পথসভাটি জনসমুদ্রে পরিনত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর