1. admin@dailyjessorerkontho.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৮ পূর্বাহ্ন

শৈলকুপায় সড়কে পড়ে ছিল নারীর বিচ্ছিন্ন পা

দৈনিক যশোরের কণ্ঠ
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৪ বার পঠিত

 

সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার

ঝিনাইদহের শৈলকুপায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সঙ্গে মোটরচালিত ভ্যানের ধাক্কায় মিলন রানী (৫০) নামের এক নারীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা আহত নারী ও সড়কে পড়ে থাকা বিচ্ছিন্ন পা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান।

আজ রোববার দুপুর দেড়টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে শৈলকুপার গাড়াগঞ্জ তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিলন রানী ঝিনাইদহের হড়িনাকুন্ডু উপজেলার বিন্দি গ্রামের দুলাল দাসের স্ত্রী। শৈলকুপা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সজিব মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
এলাকাবাসীরা জানান, মিলন রানী চাদপুর এলাকা থেকে ভ্যানে চামড়া নিয়ে গাড়াগঞ্জে উদ্দেশে রওনা হন। গাড়াগঞ্জের তেল পাম্প এলাকায় পৌঁছালে মোটরচালিত ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা খায়। এতে মিলন রানীর একটি পা বিচ্ছিন্ন হয়ে সড়কে পড়ে যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর