1. admin@dailyjessorerkontho.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০০ অপরাহ্ন

কেশবপুরে পরিচ্ছন্ন পৌরসভা গড়তে শহরের হোটেল-সেলুন-চায়ের-চায়ের দোকানে ডাস্টবিন প্রদান

দৈনিক যশোরের কণ্ঠ
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৬ বার পঠিত

কেশবপুরে পরিচ্ছন্ন পৌরসভা গড়তে শহরের হোটেল-সেলুন-চায়ের-চায়ের দোকানে ডাস্টবিন প্রদান

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর

কেশবপুরে পরিচ্ছন্ন পৌরসভা গড়তে ও পৌর শহরের বর্জ্য অপসারণে হোটেল-সেলুন-চায়ের দোকানে ডাস্টবিন প্রদান করা হয়েছে। শনিবার (১৩ জুলাই-২৪) সকালে হোটেল-সেলুন-চায়ের দোকানে ২ হাজার ৭ শত ৫০ টি ডাস্টবিন বিতরণ উদ্বোধন করেন পৌর মেয়র রফিকুল ইসলাম।
আইইউজিআইপি প্রকল্পের উক্ত ডাস্টবিন বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পৌর নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন, আইইউজিআইপি প্রকল্পের প্রকৌশলী শহিদুল্লাহ, সহকারী প্রকৌশলী গোলাম মোরশেদ, পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু, পৌর কাউন্সিলর আব্দুল হালিম মোড়ল, পৌর কাউন্সিলর খাদিজা খাতুন, পৌরসভার উচ্চমান সহকারি হাবিবুর রহমান, বাজার পরিদর্শক মিজানুর রহমান, কঞ্জারভেন্সী সুপারভাইজার জিাদুল ইসলাম, ট্রাফিক মফিজুর রহমান প্রমুখ। পৌরসভাকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখা পৌর পিতার দ্বায়িত্ব ও কর্তব্য। বর্জ্য অপসারণে হোটেল-সেলুন-চায়ের দোকানে ডাস্টবিন প্রদান করায় তারা দারুণ খুশি হয়েছেন।
ছবিঃ
১৩/০৭/২৪

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর