ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় কাজল আলী (৩৮) ও মরিয়ম বেগম (৩০) নামের দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে কাজলকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই বছর এবং মরিয়মকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছর কারাদণ্ডের আদেশ দেন আদালত।
রোববার (১৪ জুলাই) বিকেলে মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।
দণ্ডিত কাজল আলী চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের দারিয়াপুর গ্রামের তৈয়মুরের ছেলে, আর মরিয়ম বেগম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষাল বাড়ি এলাকার ইউনুস আলীর স্ত্রী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২০ সালের ৮ সেপ্টেম্বর কাজলের বাড়িতে র্যাবের অভিযানে ৭৭৫ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক করা হয় কাজল ও মরিয়মকে। পরদিন সদর থানায় মামলা করেন র্যাবের উপ-পরিদর্শক দ্বীন মোহাম্মদ।
তিনি আরও জানান, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক আলমগির কবির অভিযোগপত্র জমা দেন। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আজ এই দণ্ড দেন।