1. admin@dailyjessorerkontho.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৪ পূর্বাহ্ন

শালিখায় সৎ সংঘ ব্লাড ব্যাংকের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

মেহেদী হাসান রিপন,বার্তা সম্পাদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২৪ বার পঠিত

বার্তা সম্পাদকঃ তরুণ-তরুণীদের রক্তদানে উদ্বুদ্ধ করতে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সৎ সংঘ ব্লাড ব্যাংক, মাগুরার শালিখা উপজেলার শিক্ষার্থী ও যুবকদের তৈরি ‘একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সৎ সংঘ ব্লাড ব্যাংকের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৩ অক্টোবর) সকাল ৯টা হতে বিকাল ৪ টা পর্যন্ত শালিখার পুখুরিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।এসময় বিনামূল্যে পুখুরিয়া হাফিজিয়া মাদ্রাসা এবং শ্রীহট্ট মাধ্যমিক বিদ্যালয়ের তিন শধাতিক শিক্ষার্থী ও এলাকার মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।সৎ সংঘ ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি খায়রুজ্জামান আকাশের সার্বিক সহযোগিতায়। সংগঠনের সহ-সভাপতি মো. তরিকুল ইসলম,ইসমাইল হোসেন,আল, সাধারণ সম্পাদক তুসার ইমরানের সার্বিক তত্বাবধায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের সহ-সাধারণ সম্পাদক অন্ত অধিকারী, আল মামুন, আরিফ, মেহেদীসহ সকল সদস্যরা এ ক্যাম্পেইন পরিচালনা করেন।

এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক তুসার ইমরান
বলেন, ‘রক্তদানে মানুষকে উদ্বুব্ধ করা এবং ব্লাড ডোনার সংগ্রহ করার লক্ষ্যে আমরা এ কর্মসূচি করছি। এখান থেকে ব্লাড ডোনার লিস্ট করে রক্তের গ্রুপ অনুযায়ী ডেটাবেজ তৈরি করা হয়। পরবর্তী সময়ে রোগীদের চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন হাসপাতালে বিনা মূল্যে রক্ত দিয়ে থাকি।’ভবিষ্যতে আমারা আরও বড় পরিসরে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি করার পরিকল্পনা করেছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর