1. admin@dailyjessorerkontho.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন

কেশবপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কেশবপুর যশোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৮ বার পঠিত

পরেশ দেবনাথঃ কেশবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক ২ হাজার ৮ শত ৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কেশবপুরে প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরে রবি/২০২৪-২০২৫ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, মসুর, শীতকালীন পেঁয়াজ, খেসারি, অড়হর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর-২৪) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের চত্বরে ২৮৮০ জন কৃষকের মাঝে ওই বীজ ও সার বিতরণ করা হয় অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ মাহমুদা আক্তার এর সভাপতিত্বে এবং উপ সহকারী কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাস-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন।অনুষ্ঠানে কেশবপুর উপজেলার বিভিন্ন গ্রামের ২৮৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে ১৮০ জন কৃষকের প্রত্যেককে ২০ কেজি গমের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, ৩০ জন কৃষকের প্রত্যেককে ২ কেজি ভুট্টার বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, ২৬০০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, ২০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি শীতকালীন পেঁয়াজের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, ৮০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি মসুর বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার, ২০ জন কৃষকের প্রত্যেককে ৮ কেজি খেঁসারি বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার এবং ২০ জন কৃষকের প্রত্যেককে ২ কেজি অড়হর বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার দেওয়া হয়।

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা বিনামূল্যে বীজ ও সার পেয়ে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতি খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিমা আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কিরণময় সরকার, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ- উজ-জামান খান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, কোষাধ্যক্ষ শামছুর রহমান, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাংবাদিক পরেশ দেবনাথ, আব্দুল মোমিন, সোহেল পারভেজ, মাসুম বিল্লাহ, আব্দুর রশিদসহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও উপজেলার বিভিন্ন গ্রামের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর