পরেশ দেবনাথঃ যশোরের কেশবপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১অক্টোবর -২৪) বিকেলে কেশবপুরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর পৌর শাখার আয়োজনে ওই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর পৌর শাখার আমীর অধ্যাপক মোঃ তবিবুর রহমান-এর সভাপতিত্বে এবং পৌর সেক্রেটারি মাওলানা আব্দুল মালেক ও সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক মোক্তার আলী। বিশেষ অতিথির বক্তৃতা করেন, কেশবপুর উপজেলা জামায়াতে সেক্রেটারি মাস্টার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী পেশাজীবি সংগঠনের সদস্য অ্যাডভোকেট ওজিউর রহমান প্রমুখ।